হামিম আরিফ: সৌদি আরবের বিরুদ্ধে নানারকম খবর শোনা যায় প্রায় প্রতিনিয়তই। বিশেষ করে সৌদির শায়খ ও মুফতিদের নামে বিভ্রান্তিকর ফতোয়ার খবর ছাপা হয় বিভিন্ন গণমাধ্যমে। যেগুলোর আদতে কোনো ভিত্তি পাওয়া যায় না।
এবার সেই মিথ্যা খবর পরিবেশন নিয়ে এক ব্যক্তিকে সাজাই দিয়ে দিল কুয়েতের একটি আদালত। তাও এক দু বছর নয়। পুরো ৭ বছর সাজা ভোগ করতে হবে মুহাম্মদ সালমান নামের ওই ব্যক্তিকে।
২৮ নভেম্বর কুয়েতের একটি আদালত মুহাম্মদ সালমানের বিপক্ষে এ রায় দিয়েছে।
কুয়েতি গণমাধ্যম আল কুবুস এক প্রতিবেদনে জানিয়েছে, মুহাম্মদ সালমান নিজের টুইটার অ্যাকাউন্টে ভুয়া খবর পরিবেশনের পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে অশ্লীল সমালোচনাও করেন।
তবে মুহাম্মদ সালমান কী নিউজ পরিবেশন করেছিলেন এবং কী ধরনের সমালোচনা করেছিলেন তা রিপোর্টে উল্লেখ করা হয়নি।
সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে দুটি বড় ধরনের ভুয়া খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়। এগুলো হলো, ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করা জায়েজ নয়-গ্রান্ড মুফতি এবং সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঈদে মিলাদুন্নবী সা. পালন করবে।
পড়ে সৌদি আরব জানায়, এ খবর দুটি ভুয়া এবং ঈদের মিলাদুন্নবী পালনের কোনো সিদ্ধান্ত সৌদি সরকার নেয়নি।
ডেইলি পাকিস্তান
সৌদি শাহজাদির ইন্তেকাল; বাইতুল্লাহ শরিফে জানাযা