আওয়ার ইসলাম : সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ৩টি মুসলিম বিরোধী ভিডিও রিটুইট করে আবারো সমালোচনায় জড়িয়ে পড়েছেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘ব্রিটেন ফার্স্ট’ নামক একটি ব্রিটিশ ডানপন্থী রাজনৈতিক দলের ডেপুটি লিডার জেয়ডা ফ্রান্সেনে’র টুইটারে আপলোড করা ৩টি ভিডিও রিটুইট করেন ট্রাম্প।
নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের রিটুইট করা ভিডিওগুলোতে দেখা যায় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ক্রাচে আঘাত করছেন।
এছাড়াও দেখা যায়, এক ব্যক্তি এক তরুণকে আঘাত করছে ও ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। জেয়ডা দাবী করেন আক্রমনকারী ব্যক্তি একজন মুসলিম অভিবাসী।
যুক্তরাজ্যের ‘ব্রিটেন ফার্স্ট’ দলটি ২০১১ সালে গঠিত হয়। এ দলের ডেপুটি লিডার জেয়ডা ফ্রান্সেনে’র বিরুদ্ধে ২০১৬ সালের নভেম্বরে যুক্তরাজ্যের একটি আদালত ধর্মীয় উগ্রবাদের অভিযোগে এনে অভিযুক্ত করে।
ব্রিটেন ফার্স্ট দলটি যুক্তরাজ্যে ‘মুসলিম বিদ্বেসী’ দল হিসেবে বেশ সুপরিচিত।
ব্রিটিশ সংসদ সদস্য ক্যারোলিন লুকাস দোষী সাব্যস্ত ব্রিটিশ ফ্যাসিষ্টে’র করা টুইট’কে রিটুইট করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। সূত্র : নিউউয়র্ক টাইমস
আরএম