হাওলাদার জহিরুল ইসলাম: ভারতীয় কয়েকটি টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্মৌতে স্থানীয় সরকার নির্বাচনে মুসলিম ভোটারগণ ভোট দিতে গিয়ে দেখেন ভোটার তালিকায় তাদের আশি ভাগ মানুষের নামই নেই৷
অথচ তারা ভোট কেন্দ্র খুলে দেয়ার মাত্র দশ মিনিট পরই উপস্থিত হয়েছিলেন৷ নারী-পুরুষ সবার ক্ষেত্রে একই দৃশ্য দেখা গেছে৷
এদিকে ভোট চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে টিভিতে দেয়া বক্তব্যে বিজেপির পক্ষাবলম্বন করতে দেখা গেছে৷
বিভিন্ন ভোট কেন্দ্রে বিজেপি-কংগ্রেস সংঘর্ষেরও ঘটনা ঘটেছে৷ দীর্ঘক্ষণ দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়াও হয়৷ কোথাও কোথাও গুলি বিনিময়ও হয়েছে।
কংগ্রেসের প্রার্থী প্রদীপ মাথ্রু বিজেপির ওপর অভিযোগ করে বলেন, বিজেপি বিভিন্ন ভোট কেন্দ্রে হামলা চালিয়ে আমাদের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে৷
তিনি আরো বলেন, মুসলিম এলাকাগুলোতে মাত্র ২০ শতাংশ মুসলিম ভোট কাস্ট হয়েছে৷ আর বাকি আশি শতাংশ মুসলিম ভোটারের তালাকাতে নামই পাওয়া যায় নি৷ বিজেপি ভোটে জয়লাভ করতে সব ধরনের ষড়যন্ত্র করেছে৷ যা সম্পূর্ণই গণতান্ত্রিক নিয়মের খেলাফ এবং স্পষ্ট অপরাধ৷
ডেইলি পাকিস্তান