আওয়ার ইসলাম: প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দিয়েছে। ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে তুমুল বির্তকের পর যুগান্তকারী এই আইন পাশ হল। এ নিয়ে দুই রাত টানা বির্তক চলে।
এই আইনের ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবসতিপুর্ণ রাজ্যে মুমূর্ষু রোগীরা ২০১৯ সালের মাঝামাঝি থেকে প্রাণনাশক ঔষুধ ব্যবহারের জন্য আবেদন করতে পারবেন।
তবে এক্ষেত্রে তাদের বয়স কমপক্ষে ১৮ বছরের বেশি হতে হবে। ছয় মাসের বেশি বাচাঁর সম্ভাবনা নেই এমন রোগীরা আবেদন করতে পারবে।
রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন, আমি গর্বিত যে আমরা আমাদের পার্লামেন্ট ও রাজনৈতিক প্রক্রিয়ার মূলে সমবেদনার অধিকার প্রতিষ্ঠা করেছি। এটাই রাজনীতি এবং এটাই সর্বশ্রেষ্ঠ। আর ভিক্টোরিয়া যা করে আমাদের জন্য সেটাই শ্রেয়।
যেসব রোগী খুব মারাত্মক কষ্ট অনুভব করেন তাদের জন্য এই আইনটি করা হয়েছে। রক্ষাকবচ হিসেবে এ আইনের ৬৮টি শর্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল;
- নিজের জীবন শেষ করতে একজন রোগীকে অবশ্যই তিনজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের অনুমতি নিতে হবে
- একটি বিশেষ বোর্ড সবগুলো কেস পর্যালোচনা করবে
- রোগীদের জোরপূর্বক জীবননাশের বিষয় অপরাধ হিসেবে বিবেচিত হবে
- রোগীকে অবশ্যই ভিক্টোরিয়া রাজ্যে কমপক্ষে ১২ মাস বসবাস করতে হবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে
- জটিল রোগে (যেমন মোটর নিউরন ডিজেজ) আক্রান্ত রোগীদের বাচাঁর সম্ভাবনা ১২ মাসের কম থাকলে তাদের জন্য আইনটি প্রযোজ্য হবে।
২৬ ও ২৮ ঘণ্টার দুটি পৃথক অধিবেশনে বির্তকের পর বুধবার বিলটি চূড়ান্ত অনুমোদন পায়।
সূত্র: বিবিসি