অাওয়ার ইসলাম: আজা বুধবার বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৪০০ ডলারসহ আওলাদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
ভারত থেকে ফেরার সময় চেকপোস্টে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশিকালে সন্দেহ হয় বিজিবির।
এ সময় পায়ের জুতা খুলতে বললে ভয়ে কাঁপতে থাকেন তিনি। এর পর বিজিবি তল্লাশি চালিয়ে তার জুতার ভেতর থেকে মার্কিন ৩২ হাজার ৪০০ ডলার উদ্ধার করে।
এ ঘটনায় আওলাদ হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার আব্দুল করিমের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিকে-০৯২২১৯৯।
৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার হারাধন বলেন, সকাল ৭টার দিকে ভারত থেকে ফেরার সময় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনের চেকপোস্টে আওলাদের ব্যাগ তল্লাশি করে বিজিবি।
তিনি বলেন, এ সময় আওলাদের গতিবিধি এলোমেলো ছিল। সন্দেহবশত পায়ের জুতা খুলতে বললে তিনি ভয়ে কাঁপা শুরু করেন। এর পর জুতার ভেতর থেকে মার্কিন ৩২ হাজার ৪০০ ডলার বের করা হয়।
বাংলাদেশি টাকায় এর মুদ্রামান ২৬ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।