আওয়ার ইসলাম : বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম দলগুলো।
গত বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বর হরতাল কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হবে।
এর আগে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় হরতাল আহবানকারী নেতারা বলেন, গণশুনানিকে উপেক্ষা করে মালিক-আমলাদের স্বার্থরক্ষায় বিদ্যুতের দাম বৃদ্ধির একতরফা ঘোষণা অগণতান্ত্রিক ও গণবিরোধী।
তারা আরও বলেন, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। দাম বৃদ্ধির এই গণবিরোধী ঘোষণা প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে হরতালে স্বতঃম্ফূর্ত অংশগ্রহণের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা।
অন্যদিকে, এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা ঘোষিত বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) অর্ধদিবস হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।
এদিকে, আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হরতালে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে খালেদা জিয়াকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন।
এ সময় রিজভী বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দল হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতাল বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।
আরএম