নিহার মামদুহ
প্রতিবেদক
মিয়ানমার সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন সে দেশের সেনাপ্রধান অং মিন। তবে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায় নি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিশেষ অভিযান ব্যুরোর ৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা।
সিনিয়র এ জেনারেলরাই রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন এবং ছয় লাখেরও বেশি রোহিঙ্গাকে দেশছাড়া করার মূল হোতা বলে মনে করা হয়।
জেনারেল অং মিন ও আরো তিন কর্মকর্তার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইয়াঙ্গুনে আর্চ বিশপের বাসভবনে। এর আগে বলা হয়েছিল বৈঠকটি হবে বৃহস্পতিবার।
গতকাল সন্ধ্যায়ই সেটি অনুষ্ঠিত হওয়ার পর ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বুরক বলেছেন, দেশের এই ক্রান্তিকালে কর্তৃপক্ষের গুরুদায়িত্ব নিয়ে কথা হয়েছে।
মিয়ানমার সফর শেষে আগামী বৃহস্পতিবার বিকেলে পোপ ঢাকায় আসবেন। শনিবার তিনি ভ্যাটিকান ফিরে যাবেন।