শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

পার্বত্য শান্তিচুক্তির ২০ বছর : পার্বত্যবাসীকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২০ বছর পূর্ণ হচ্ছে আগামী ২ ডিসেম্বর।এ উপলক্ষে রাঙামাটিতে নানা আয়োজনে দু'দিনের কর্মসূচি পালন করা হবে।

শান্তিচুক্তির ২০ বছর পূর্তিতে পার্বত্য চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১ ডিসেম্বর সকালে ভিডিও কনফারেন্সে পার্বত্যবাসীর সঙ্গে কথা বলবেন।

সোমবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি প্রস্তুতি সভায় এ কথা জানানো হয়।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মান্নান ইলিয়াজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণকান্তি ঘোষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশকান্তি চৌধুরী, জেলা সিভিল সার্জন শহীদ তালুকদার, সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণকান্তি চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

প্রসঙ্গত, কয়েক দশকের সশস্ত্র সংঘাতের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সভায় জানানো হয়, শান্তিচুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাঙামাটিতে দু'দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।

১ ডিসেম্বর সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে চিংহ্লা মং মারি স্টেডিয়ামে উপস্থিত সুধীজনের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং বিকেলে একইস্থানে হবে কনসার্ট।

পরদিন রাঙামাটি শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ