আওয়ার ইসলাম: জরুরি এক সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।
সোমবার তারা জরুরি সফরে সৌদিতে যান। তবে কী কারণে দেশের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তির এ সফর তা জানা যায়নি।
এর আগে রোববার সৌদির রাজধানী রিয়াদে বিভিন্ন মুসলিম দেশের প্রতিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য ইসলামি সামরিক জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
সম্মেলনে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে ইসলামি সামরিক জোটের প্রধান নির্বাচিত করা হয়।
এই সম্মেলনের একদিন পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান রিয়াদ সফরে যান।
সূত্র: ডন