আওয়ার ইসলাম: বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি বা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে এ বদলি করা হয়।
বদলি বা পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন- পূর্বে এনএসআই’র পরিচালক পদে কর্মরত মেজবাহ উদ্দিনকে কমান্ড্যান্ট (ডিআইজি) টিডিএস ঢাকা, র্যাবের পরিচালক পদে কর্মরত সেলিম জাহাংগীরকে পরিচালক (ডিআইজি) এনএসআই ঢাকা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক পদে কর্মরত লুৎফর রহমান মন্ডলকে ডিআইজি সিআইডি ঢাকা, পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট ড. হাসান উল হায়দারকে পরিচালক (ডিআইজি)
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ডিআইজি ঢাকা রেঞ্জ, র্যাবের পরিচালক পদে কর্মরত শাহাবুদ্দিন খানকে ডিআইজি শিল্পাঞ্চল পুলিশ ঢাকা, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে কর্মরত মনিরুল ইসলামকে ডিআইজি এন্টি-টেরোরিজম ইউনিট, টিএন্ডআইএম পদে কর্মরত মোর্শেদুল আনোয়ার খানকে ডিআইজি টিএন্ডআইএম ঢাকা হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
একই আদেশে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ড. এ এফ এম মাসুম রব্বানীকে ডিআইজি এসবি ঢাকা, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ব্যারিস্টার হারুন অর রশিদকে ডিআইজি টিএন্ডআইএম ঢাকা, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদে কর্মরত মীর রেজাউল আলমকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, ঢাকা রেঞ্জে কর্মরত মোহাম্মদ আলী মিয়াকে ডিআইজি এসবি ঢাকা,
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে কর্মরত দেবদাস ভট্টাচার্যকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, র্যাবের পরিচালক পদে কর্মরত খন্দকার লুৎফুল কবিরকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা এবং পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত মোহা. আবদুল আলীম মাহমুদকে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স হিসেবে বদলি করা হয়েছে।