আওয়ার ইসলাম: প্রতিরক্ষা সংক্রান্ত মার্কিন থিংক ট্যাংক সংস্থা ‘আটলান্টিক কাউন্সিল’ এর চলতি মাসে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের হাতে যে পরিমাণে ট্যাকটিক্যাল (ছোটখাটো) পরমাণু অস্ত্র আছে, তা শুধুই ভারতীয় উপমহাদেশের পক্ষে বিপজ্জনক নয়, যে কোনো মুহূর্তে তা এই অঞ্চলের যে কোনো যুদ্ধকে (কনভেনশনাল ওয়ার) পরমাণু যুদ্ধের স্তরে নিয়ে যেতে পারে।
রিপোর্টের শিরোনাম ‘এশিয়া ইন দ্য সেকেন্ড নিউক্লিয়ার এইজ’ রিপোর্টে অবশ্য এও বলা হয়েছে, ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র দিয়ে যুদ্ধের পরিকল্পনা থাকলেও ইসলামাবাদ এখনো পর্যন্ত তা নিয়ে তেমন পরীক্ষা-নিরীক্ষা করেনি।
তবে প্রচুর ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে। রিপোর্টে এও বলা হয়েছে, ভারত ও পাকিস্তান দুইটি দেশের হাতেই যেসব পরমাণু অস্ত্র রয়েছে, সেগুলো খুব ভয়ঙ্কর কিছু নয়। নিছকই প্রথম প্রজন্মের ফিসন পরমাণু অস্ত্র।
খবর: টাইমস অব ইন্ডিয়া