আওয়ার ইসলাম: নারীদের শারীরিকভাবে নির্যাতন ও যৌন হয়রানি রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক। এ জন্য আগামী ডিসেম্বরে নতুন ধরনের পদক্ষেপের কথা ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। খবর আল জাজিরা
নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের এক সমাবেশে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, ‘নারীদের বিরুদ্ধে সহিংসতা করার অর্থ মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।’
তিনি আরো জানান, ‘যারা এই বিশ্বাসঘাতকতা করবে, তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে।’ সমাজে নারীদের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি।
এরদোগান বলেন, সমাজে কোনো নারী না থাকা মানে অর্ধেক সমাজ সেখানে অনুপস্থিত। নারী ছাড়া একটি সমাজ অনেকটাই অদৃশ্য বলেও মন্তব্য করেন তিনি।
দেশটির পারিবারিক ও সামাজিক নীতিমালা বিষয়ক মন্ত্রণালয় যৌন হয়রানি বিষয়ক ২০ হাজারের বেশি মামলার তদন্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।