এম এইচ জামি
পাঠক
দু-দিন আগের কথা। আমার এক বন্ধু এশার নামাজের পর হালকা নাস্তা করার জন্য চৌধুরিপাড়া মসজিদের পাশে যায়। সেখানে ঝাল মুড়ির দোকান থেকে মুড়ি খাওয়ার সময় কথা হয় এক ভদ্রলোকের সাথে।
প্রথমে ভদ্রলোক তার নাম, গ্রামের বাড়ি ইত্যাদির কথা জিজ্ঞেস করে। ভদ্রলোক তার পাশের গ্রামের নাম বলে নিজেকে তার দেশি ভাই বলে পরিচয় দেয়।
এভাবে কিছুক্ষণ কথা বলার পর ভদ্রলোক তাকে বলে, হুজুর আপনি আমার ‘দেশি’ লোক। যদি আমার সাথে আমার বাসায় আসেন, তাহলে আমি অনেক খুশি হব। এই কথা বলে তাকে এক নীরব গলির মুখে নিয়ে তার হাত-পা বেঁধে নিয়ে যায় নারায়ণগঞ্জে এক বাসায়।
সেখানে তাকে আটকে রেখে দাবি করে ৫০,০০০ টাকা। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেয়। পর দিন তার ভাই ৫০,০০০ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনে।
আমাদের সতর্ক থাকা উচিত, অপরিচিত যে কেউ যতই তার দেশি, আত্মীয়তার পরিচয় দেয় না কেন তার কথা এড়িয়ে চলা এবং আপনার সরলতার সুযোগ নিয়ে যেন আপনাকে ধোকা না দিতে সে ব্যাপারে খেয়াল রাখা।
এটিও পড়ুন: একসময় মানুষ কদর করতো আতঙ্কে, এখন করে সম্মানে