আওয়ার ইসলাম: বিয়ে সংসার সন্তান যেমন জীবনের অংশ; তেমনি বিচ্ছেদ তালাকও জীবনেরই পাঠ। বিয়ে যেমন ধর্ম রীতি নীতি মেনে করা উচিত; তেমনি তালাক বা পরবর্তী কাজগুলো ইসলামের বিধান মতো হওয়া চাই।
আমাদের সমাজে তালাক হওয়ার পর সন্তান কার কাছে থাকবে কিংবা কে তার ব্যয়ভার বহণ করবে এই নিয়ে নানা মত আছে। তবে ইসলামের বক্তব্য এ ব্যাপারেও স্পষ্ট।
ইসলামি ফেকাহগ্রন্থ রাদ্দুল মুহতার যা ফতোয়ায়ে শামী নামে বিখ্যাত এই কিতাবের ৫ খণ্ডের ২৫৩ পৃষ্ঠায় আছে- শরীয়তের বিধান হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে ছেলে সাত বছর এবং মেয়ের বয়স নয় বছর পর্যন্ত সন্তান তার মায়ের কাছে থাকবে। কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব পিতার উপর।
ছেলের বয়স সাত বছরের পর এবং কন্যার বয়স নয় বছরের পর সন্তানের দায়িত্ব পিতার উপর। সুতরাং উক্ত মাসআলায় শরীয়তের বিধান হচ্ছে ছেলে তার পিতার কাছে থাকবে ছেলের ভরণ পোষণের দায়িত্বও পিতাই বহন করবে।
স্ত্রী বা তার পক্ষের লোকদের উচিত নয় ছেলেকে তাদের কাছে আটকে রাখা। বরং ছেলেকে পিতার কাছে দিয়ে দেয়াই শরীয়তের বিধান।
সূত্র : ফাতাওয়ায়ে আলমগীরী ১/ ৫৪১-৫৪২