মুহাম্মদ মাঈন উদ্দিন: সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, ইসলামি সামরিক জোট সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে এর মূলোৎপাটন করার পূর্ব পর্যন্ত।
আল আরাবিয়া’র রিপোর্টে বলা হয়, আছে রিয়াদে ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন’স প্রতিরক্ষা মন্ত্রিদের উদ্বোধনী সভায় প্রিন্স বিন সালমান বলেন, আমরা তাদেরকে (সন্ত্রাসী) আমাদের শান্তির ধর্ম বিকৃত করতে দেব না।
তিনি বলেন, আজ আমরা একটি শক্ত বার্তা পৌছে দিচ্ছি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে আমরা এক সাথে কাজ করছি। আজ আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়েই যাবো যে পর্যন্ত না সন্ত্রাস পুরোপুরি মূলোৎপাটন হয়।
আইএসের বিরুদ্ধে আরব দেশগুলো কোন লড়াই করছে না এই সমালোচনার মুখে ২০১৫ সালে ৪০ সদস্যের সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটটি গঠিত হয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য।
প্রিন্স বিন সালমান এই মন্তব্য করলেন মিশরের দক্ষিণ সিনাই-এ ভয়াবহ বোমা হামলার পরে।
সূত্র: সিএনএন