নিহার মামদুহ
প্রতিবেদক
আন্তর্জাতিক লেনদেন করে এমন ১ হাজার প্রতিষ্ঠানে লেনদেন খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ তালিকায় আছে মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশি কোম্পানির ব্রাঞ্চ অফিস ও লিয়াজোঁ অফিস।
ফরেন ইনভেস্টর চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (ফিকি) ও এনবিআরের মাঠ পর্যায়ে অফিস থেকে নেয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠেয় এনবিআরের বোর্ড সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
২০১২-১৩ অর্থবছরের বাজেটে বহুজাতিক কোম্পানির রাজস্ব ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে ট্রান্সফার প্রাইসিং সেল গঠনের প্রস্তাব দেন অর্থমন্ত্রী।
এরপর আয়কর অধ্যাদেশ নতুন ধারা সংযোজন এবং এনবিআরে স্বতন্ত্র সেল করা হয়। এর প্রেক্ষিতে ট্রান্সফার প্রাইসিং সেল গত অর্থবছরে মাঠপর্যায় থেকে প্রায় ১৫০টি বহুজাতিক কোম্পানির আন্তর্জাতিক লেনদেনের তথ্য সংগ্রহ করে।