বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

ফিলিস্তিনের চাপে পিএলও বন্ধের সিদ্ধান্ত বতিল যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গত শুক্রবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ  জানিয়েছে, ওয়াশিংটনে ‘ফিলিস্তিনি লেবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর কার্যালয় বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র।

পিএলওর ওই মিশন বন্ধ করে দেয়া হবে বলে এর আগে সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসতে পিএলও সম্মত না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, যুক্তরাষ্ট্র পিএলওর মিশন বন্ধ করলে দেশটির সঙ্গে ফিলিস্তিন কোনো প্রকার সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেবে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ের জামাই কুশনারের আমন্ত্রণে গত নভেম্বরে শান্তি আলোচনায় বসতেও অস্বীকার করেন মাহমুদ আব্বাস।

এদিকে ওয়াশিংটনে পিএলও মিশনের জন্য যুক্তরাষ্ট্র সরকারের অনুমতির মেয়াদ গত ৮ নভেম্বর শেষ হয়েছে। প্রতি ৬ মাস পর পর মেয়াদ নবায়ন করতে হয়। কিন্তু এবার এখনও নবায়ন করা হয়নি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এজার ভাসকুয়েজ শুক্রবার বলেন, পিএলওকে মিশনের মেয়াদ নবায়ন করতে হলে তাদের কার্যক্রম অবশ্যই সীমিত করে আনতে হবে। ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তির জন্য পিএলওকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এখন মিশন বন্ধ করার জন্য পিএলও ৯০ দিন সময় পাবে। আমি আশা করি এই সময়ের মধ্যে পিএলও সব রাজনৈতিক প্রক্রিয়া শেষ করে মিশন নবায়ন করবে।

খবর: আরব নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ