আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের প্রতি ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি করায় দলের সিনিয়র নেতারাও ক্ষেপে আছেন তার প্রতি। খবর পূর্বপশ্চিম
সম্প্রতি দলের অভ্যন্তরে বিরোধ ঘিরে প্রতিপক্ষের কর্মসূচি বানচালে ময়লা আবর্জনার স্তুপ ফেলে রাখায় চরম অসন্তুষ্ট নেতারা।
জানা গেছে, সম্প্রতি ফোনালাপে সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই জীবনে তুমি অনেক পেয়েছো, আর কোনদিন মেয়র না হলেও চলবে।
সাইদ খোকন নানারকম প্রতিশ্রুতি দিয়ে মেয়র হয়েছিলেন। কিন্তু তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। সম্প্রতি তার কিছু কাজ উল্টো দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় প্রধানমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যায়।