আওয়ার ইসলাম : বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আগামী ২৬ নভেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত পুরোপুরি অন্যায় ও অযৌক্তিক। এ সিদ্ধান্ত দেশের মধ্যবিত্ত ও দরিদ্র জনগণের জন্য মরার ওপর খাঁড়ার ঘায়ের শামিল।’
বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয় বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা। তিনি বলেন, ‘এ সরকার জনগণের স্বার্থ, সুবিধা-অসুবিধা ও সুখ-দুঃখের কথা ভেবে কাজ করে না। সরকারের লক্ষ্য জনগণকে শোষণ করে জুলুম-নির্যাতন চালিয়ে শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকা। এ কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের কাছ থেকে জনগণের কোনও কল্যাণ আশা করা যায় না।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিইআরসি পক্ষ থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন এ হার কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে। পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম তাতে বাড়ছে না।
আরএম