নিহার মামদুহ
প্রতিবেদক
রাজধানী ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এক ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত ডাকাতের নাম বিল্লাল হোসেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশের খিলগাঁও বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাদিয়া জুঁই জানান, বিল্লাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেফতার ছিলেন।
বৃহস্পতিবার রাতে বিল্লালকে নিয়ে তার সহযোগীদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।
অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বিল্লাল গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নাদিয়া জুঁই আরও জানান, 'বন্দুকযুদ্ধে' খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির খানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে একটি শটগান ও ৫টি গুলি উদ্ধার করা হয়েছে।