শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

হজব্যবস্থাপনাকে আরও উন্নত ও ত্রুটিমুক্ত করা হচ্ছে: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার হজব্যবস্থাপনাকে আরও সুন্দর ও উন্নত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তিনি বলেছেন, আগামী হজ ব্যবস্থাপনা হবে ত্রুটি ও হয়রানিমুক্ত। এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর ও সংস্থার সমন্বয়ে উন্নত হজব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

এছাড়াও ন্যায্য খরচে হজযাত্রী পরিবহন, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এবং খাবার নিশ্চিত করতেও কাজ করছে সরকার-বলেন মন্ত্রী

বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে দিনব্যাপী ‘হজ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা-২০১৭’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে আমরা হজ ব্যবস্থাপনার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হজ হারুন এমপি, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক।

কর্মশালায় গত হজে সৌদি আরবে এবং বাংলাদেশ প্রান্তে হজ ব্যবস্থাপনায় উদ্ভুত সমস্যা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, সংস্থা, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও আটাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষ আমন্ত্রণে কাউন্সেলর হজ (জেদ্দা) মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ