আওয়ার ইসলাম: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে তিনটি দল।
দলগুলো হলো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় এ হরতালের ডাক দিয়েছে বামপন্থি দলগুলোর জোটটি।
সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হবে বলে চন্দন সিদ্ধার্থ স্বাক্ষরিত সিপিবির কেন্দ্রীয় দফতর বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় বাম নেতারা বলেন, গণশুনানিকে উপেক্ষা করে মালিক-আমলাদের স্বার্থরক্ষায় বিদ্যুতের দাম বাড়ানোর একতরফা ঘোষণা অগণতান্ত্রিক এবং গণবিরোধী। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত এ দাম প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানো হয়েছে যা আগামী ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।
২০২১ সালের মধ্যে প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো