আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩০ নভেম্বর।
পুরান ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে এই দুই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থনে ষষ্ঠ দিনের মতো অসমাপ্ত বক্তব্য দিতে হাজির হন খালেদা জিয়া। আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার পরও তদন্ত কর্মকর্তা অসত্য তথ্য দিয়েছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষও দাবি করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। এ মামলায় কোনো কিছুর সঙ্গে আমি জড়িত নই।
এর আগে গত ১৯ ও ২৬শে অক্টোবর এবং ২, ৯ ও ১৬ই নভেম্বর অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেন খালেদা জিয়া।
২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক।