আওয়ার ইসলাম : আবারও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। নতুন ঘোষণা অনুযায়ী, খুচরা পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ছে ৩৫ পয়সা।
আগামী ডিসেম্বর থেকে পুননির্র্ধারিত এই দাম কার্যকর হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর এ ঘোষণা দেয় বিইআরসি।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর সবশেষ বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিলো সরকার। তাতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়ে ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।
বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও সমন্বয়ের জন্য গত সেপ্টেম্বরে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে শুনানির আয়োজন করে এনার্জি রেগুলেটরি কমিশন। সেখানে পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৬ থেকে সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব আসে।
এর মধ্যে ডিপিডিসি গ্রাহক পর্যায়ে ৬.২৪ শতাংশ, ডেসকো ৬.৩৪ শতাংশ, ওজোপাডিকো ১০.৩৬ শতাংশ, আরইবি ১০.৭৫ শতাংশ এবং পিডিবি ১৪.৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
আরএম