নিহার মামদুহ
প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার রাজধানী আনসান শহরে নির্মিত হলো শহিদ মিনার। শহরের ‘মাল্টিকালচারাল পার্কে’ স্থায়ী শহিদ মিনার নির্মিত হয়েছে।
সিউলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমানের উদ্যোগে এটি নির্মিত হয়।
আনসান সিটির মেয়র জে জং-গিল গত শনিবার এ শহিদ মিনারের উদ্বোধন করেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
তবে বিদেশের মাটিতে এটাই প্রথম শহিদ মিনার নয়। আর আগে লন্ডন, টোকিও, রোমসহ আরও কয়েকটি শহরে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার আনসান শহরে বিপুলসংখ্যক বাংলাদেশি ছাড়াও চাইনিজ, ইন্দোনেশীয়, ভিয়েতনামিজ, শ্রীলংকান এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এই শহরটি যেন বহু ভাষা ও বহু সংস্কৃতির মিলনমেলা।
এ শহরের মাল্টিকালচারাল পার্কে ২০০ বর্গফুটের বেদীর ওপর নির্মিত ৮ ফুট উচ্চতার মিনারটি স্টিল দিয়ে তৈরি।
শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ, নকশা অনুমোদন থেকে শুরু করে নির্মাণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় লাগে।
এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে আনসান সিটি।