নিহার মামদুহ
প্রতিবেদক
দেশের এনজিওগুলোর সব ধরনের কার্যক্রম নজরদারি করার নির্দেশ দিয়েছেন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।
বৈঠকে শিল্প-কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান শিল্প কারখানার শ্রমিক সংগঠনগুলোকে বিভিন্ন এনজিও পৃষ্ঠপোষকতা করে। তবে এনজিওগুলো কোথা থেকে ফান্ড নিয়ে আসে, তাদের কার্যক্রম কী, কোথায় সেই ফান্ড ব্যয় হয় তা আমাদের মনিটর (নজরদারি) করা হয় না।
তখন প্রধানমন্ত্রী শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্যের সাথে একমত পোষণ করেন এবং কোনো অস্থিরতা তৈরিতে যেনো তারা সহযোগিতা করতে না পারে সেজন্য এনজিওগুলোর কার্যক্রম নজরদারি করা উচিৎ বলে মন্তব্য করেন এবং উল্লিখিত নির্দেশ দেন।