শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আজ শুক্রবার সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এর ফলে ওই রাস্তায় যান চলাচলে বিঘ্নতা ঘটছে।

তবে পুলিশ বলছে, শ্রমিকদের অবস্থান কর্মসূচি চললেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ প্রসঙ্গে পল্লবী থানার এসআই রুনা জানান, এখনো  শ্রমিকরা সেখানে অবস্থান করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, ট্রাস্ট ট্রাউজার গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানা মিরপুর থেকে মোহাম্মদপুরে সরিয়ে নিচ্ছেন। বর্তমানে কারখানার বেশির ভাগ শ্রমিক মিরপুরের।

তাদের মূল দাবি, কারখানা সরানোর আগে তাঁদের বকেয়া বেতনসহ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে কারখানা সরানো যাবে না।

ট্রাস্ট ট্রাউজার নামের ওই গার্মেন্টস এর শ্রমিকরা জানান, কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল মালিকপক্ষ কারখানা স্থানান্তর করতে পারে। মালিকপক্ষ বকেয়া বেতন না দিয়েই হুট করে কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সকালে কাজ করতে এসে তারা তালা দেখতে পান। তাই বেতন ভাতা পরিশোধ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিরা। তবে পোশাক কারখানা কর্তৃপক্ষ বলছে, অক্টোবর মাস পর্যন্ত সব বেতন পরিশোধ করা হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ