নিহার মামদুহ
প্রতিবেদক
সারা দেশে ভয়ঙ্কর মাদক ইয়াবা ছড়িয়ে পড়ায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। কিন্তু তারপরও তা ঠেকানো কঠিন হয়ে পড়েছে।’
গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর এক নোটিশের জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা মিয়ানমারের সীমানায় নজরদারি বাড়িয়েছি। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা নেওয়ার পরও বান্দরবানের একটা দুর্গম এলাকায় আমরা নজরদারি করতে পারি না।
এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সীমানা সড়ক করার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘এরপরও মাদকের ভয়াবহতা অনেক। এটা এখন একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এখানে ঘুরে দাঁড়াতে হবে জনসাধারণকে। আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বলেছি, এ বিষয়ে যাতে শিক্ষার্থীদের সতর্ক করেন। আমরা মসজিদে খুতবার সময় মোয়াজ্জেমকে বলেছি, তিনি যেন সবাইকে এ বিষয়ে সচেতন করেন।’