নিহার মামদুহ
প্রতিবেদক
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে বিদ্যুৎ আইন-২০১৭ উত্থাপিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন।
বিদ্যুৎ আইন-২০১৭ তে বাসা বাড়ির জন্য বিদ্যুৎ চুরি করলে ৩ বছর এবং বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করলে ৫ বছরের শাস্তির বিধান রাখা হয়েছে।
আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে পর তা অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
তবে বিলটি উত্থাপনের আগে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম আপত্তি জানান। তিনি বিলটিকে কালাকানুন হিসেবে অবহিত করেন।
বিলের অপরাধ ও দণ্ড অধ্যায়ে বলা হয়েছে, কোন বাসা বাড়িতে বা অন্য কোনো স্থানে ব্যবহারের জন্য বিদ্যুৎ চুরি করলে বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া কোনো শিল্প ও বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করলে ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বিধান রাখা হয়েছে।