নিহার মামদুহ
প্রতিবেদক
কলকাতায় আজ শুরু হতে যাচ্ছে ‘৭ম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৭’। আজ শুরু হয়ে মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। আর ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা।
আজ স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণ সংলগ্ন মোহরকুঞ্জে ‘৭ম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৭’-এর উদ্বোধন করবেন আয়োজনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পশ্চিমবঙ্গ সরকারের আবাসন, দমকল ও পরিবেশ দফতরের মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শোভন চট্টোপাধ্যায় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম এবং কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।
এবারের নয় দিনব্যাপী ৭তম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৭-তে অংশ নিচ্ছে দেশের দুটি সরকারি প্রতিষ্ঠান। এ দুটো প্রতিষ্ঠান হল বাংলা একাডেমি ও শিশু একাডেমি।
আর প্রকাশনা সংস্থা রয়েছে মোট ৪৬টি।
মেলায় বইয়ের বিকিকিনির পাশাপাশি প্রতিদিনই থাকবে সাহিত্যবিষয়ক নানা সেমিনার, লেখক পাঠক মুখোমুখি আলাপ, কবিতা পাঠের আসর ও বাংলাদেশ ও কলকাতার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান।