নিহার মামদুহ
প্রতিবেদক
হজযাত্রীদের ভোগান্তি কমাতে পুলিশ ক্লিয়ারেন্স উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিতে পারে সরকার। তাতে ২০১৮ সাল থেকে পুলিশ ক্লিয়ান্সের ভোগান্তি পোহাতে হবে না হজযাত্রীদের ।
ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর একাধিক সূত্রে এমন সম্ভাবনার কথা জানা গেছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর পক্ষ হজযাত্রীদের হজগমন সহজ করতে বেশ কিছু প্রস্তাব ধর্মমন্ত্রণালয়কে দেয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে, বাংলাদেশ থেকে ইমিগ্রেশন কমপ্লিট করা, পুলিশ ক্লিয়ারেন্স উঠিয়ে দেয়া ও আগ থেকে পুরো টাকা নেয়া ইত্যাদি।
উল্লেখ্য, ২০১৭ সালের হজযাত্রীদের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে নানা জটিলতায় পড়তে হয়। এমনকি পুলিশের পক্ষ থেকে জীবিত ব্যক্তিকেও মৃত দেখিয়ে রিপোর্ট দেয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে।