রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কাগজপত্র আজই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।'
অস্ট্রেলিয়া থেকে গত ৬ নভেম্বর সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১০ নভেম্বর শুক্রবার কানাডার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
কানাডার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়ার আগেই দেশটিতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। পরদিন শনিবার তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় বঙ্গভবন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার মধ্যে গত ২ অক্টোবর অসুস্থতাজনিত কারণে ছুটিতে যান প্রধান বিচারপতি।