নিহার মামদুহ
প্রতিবেদক
কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের ভেতর ঢুকে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে ৩ বিজিবি সদস্যকে আহত করেছে।
এ সময় তারা আকঙ্ক ছড়াতে ফাঁকা গুলিও চালিয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩.৩০ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনার পর বিকেল ৫টার দিকে উভয় দেশের বিজিবি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয় এবং দুই বাহিনীর মাঝে বিষয়টির মিমাংসা হয়।
পতাকা বৈঠকে ঘটনার জন্য বিএসএফ দঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ১০ বিজিবির অধিনায়ক খন্দকার লে. কর্নেল গোলাম সারোয়ার।
তিনি বলেন,‘এ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিষয়টির সুরাহা করা হয়েছে, বৈঠকে বিএসএফ প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।’
দুই নারী চোরাকারবারীর পেছনে ধাওয়া করে এক বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্তের ৩০০ গজ ভেতরে ঢুকে পড়লে সমস্যা সূচনা হয়।