আওয়ার ইসলাম: বাংলাদেশের বিশিষ্ট লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করার প্রমাণ পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ কারণে পুলিশ ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলার আবেদন করেছে।
মঙ্গলবার আদালতে মোহাম্মদপুর থানার জিআর (সাধারণ নিবন্ধন) শাখায় ফরহাদ মজহার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এ মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।
আগামী ৭ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে আদালত সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোর ৫টার দিকে বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে যায়।
এর পর তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ।