আওয়ার ইসলাম : রাজনৈতিক সঙ্কট সমাধান অথবা তার অঞ্চলকে স্বাধীন করে দেয়ার জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজেমন।
আজ সোমবার ব্রাসেলসে অবস্থানরত কাতালান এই নেতা পরিষ্কারভাবে জানান, মাদ্রিদের সঙ্গে চুক্তির পথ তার দিক থেকে এখনও খোলা রয়েছে।
গত মাসে স্পেনের কাছ থেকে কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দেয়ার পর থেকেই তিনি স্বেচ্ছা নির্বাসনে বেলজিয়ামে পাড়ি জমিয়েছেন। পুজেমন বলছেন, ‘স্পেনের সঙ্গে ভিন্ন সম্পর্কের নতুন বাস্তবতা মেনে নেয়ার জন্য আমি সবসময় প্রস্তুত রয়েছি।’
উল্লেখ্য, স্পেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১ অক্টোবর স্বাধীনতার পক্ষে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকেই সঙ্কটের শুরু। গণভোটের পর কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দিয়ে সরাসরি শাসন জারি করেছে স্পেন। অন্যদিকে স্পেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে কাতালোনিয়া।
স্পেনের কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে, আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ার আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পেনের সংবিধান লঙ্ঘনের দায়ে কাতালোনিয়ার বেশকিছু আইনপ্রণেতা কারাগারে রয়েছেন।
পুজেমনের দাবি, আদালতের কাছ থেকে সঠিক বিচার না পাওয়ার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে স্পেনের আদালতে তার শীর্ষ মিত্রদের বিচার চলছে।
অন্যদিকে কাতালোনিয়ার স্বাধীনতাকামী গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে অন্তত সাত লাখ ৫০ হাজারের বেশি কাতালান বিক্ষোভে অংশ নিয়েছে। গ্রেফতার হওয়া কাতালান নেতাদের মুক্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।
আরএম