আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
সৌদি আরবে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যে একজন সৌদি যুবরাজ ইরানে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। পালিয়ে যাওয়া যুবরাজের নাম তুর্কি বিন মুহাম্মদ। তিনি আবদুল আজিজ বিন ফাহাদের ভাতিজা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্রে ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ তুর্কি বিন মুহাম্মদ তার আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়ে তা লাভও করেছেন।
ইতোমধ্যেই গণমাধ্যমে বাদশাহ ফাহাদের ছোট ছেলে আবদুল আজিজ বিন ফাহাদের মৃত্যু খবর রটেছে। যদিও সৌদি কর্তৃপক্ষ তা অস্বীকার করে আসছে।
সৌদি আরবে চলমান দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেফতার এড়াতেই তিনি ইরানে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আরবি গণমাধ্যম জুনুবিয়া ও আল কাউসারে ইসরাইলি সাংবাদিক শিমন আরোনের সূত্রে এ সংবাদ প্রকাশ করেছে।
তবে নিরপেক্ষভাবে এ সংবাদ তদন্ত করা সম্ভব হয় নি।
মূলধারার আরবি গণমাধ্যমও সংবাদটি এড়িয়ে গেছে।
সূত্র : ডেইলি পাকিস্তান