আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ১৯ মাস পরে এটিই তার প্রথম সমাবেশ।
বিকাল সোয়া ৩টার দিকে সমাবেশস্থলে আসেন তিনি। এর আগে রোববার দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
কোরআন তেলাওয়াত করেন, ওলামা দলের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক।
নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারের প্রতি রাজনৈতিক সমঝোতার ডাক দিতে পারেন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি আগামী দিনের আন্দোলনে নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে যে কোনা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাবেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করছেন।
এতে আরও উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।