হাওলাদার জহিরুল ইসলাম:
ইরানের সুন্নী মতালম্বী একজন ধর্মীয় নেতা জানিয়েছেন ইরান সরকার নতুন করে সুন্নী মুসলিম নাগরিকদের উপর অভ্যতরীণ চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে৷
গণমাধ্যমে প্রকাশিত বেলুচিস্তানের অধিবাসী সুন্নী আলেম মাওলানা আবদুল হালিম জানিয়েছেন, রাষ্ট্রের মধ্যে সুন্নী মুসলিমদের জীবন যাপন সংকীর্ণ করে দেয়া হয়েছে৷ সরকারিভাবে নানা প্রকার অশ্বস্তিত্ ফেলা হচ্ছে সুন্নীদেরকে৷ তিনি বলেন, উত্তরাঞ্চলীয় শহর মাশহাদ সফর কালে আমাকে হেনস্তার শিকার হতে হয়েছে৷
আমাকে রাজধানী তেহরানে ফিরে যেতে বাধ্য করা হয়েছে৷ এরপর থেকে আমাকে অন্য কোনো প্রদেশে বের হতে দেয়া হয়নি৷ তিনি বলেন, সিস্তান, বেলুচিস্তানের সুন্নীদের চলাফেরার ওপর অকারণে বাধা প্রদান করা হচ্ছে৷ তাদেরকে অন্য কোনো প্রদেশে সফর করতে দেয়া হচ্ছে না৷
এদিকে ইরানের কয়েকটি মানবাধিকার সংস্থা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছে যে, প্রসিদিধ সুন্নী আলেম আল্লামা আবদু হামিদকে নিজ প্রদেশ ব্যতীত বাইরে কোথাও যেতে দেয়া হচ্ছে না৷
ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে সুন্নী আলেমদের বিশেষ ভূমিকা ছিলো৷ অথচ রুহানির ক্ষমতাগ্রহণ অনুষ্ঠানে সুন্নী আলেমদের কাউকে আমন্ত্রণ করা হয়নি৷
সুত্র: আল আরাবিয়া