আওয়ার ইসলাম: দেশে আরও একটি নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। দলটির নাম জেনারেল পিপলস পার্টি (জিপিপি)।
রবিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জিপিপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনটির সভাপতি পদে রয়েছেন ড. ছরোয়ার হোসেন।
শাসক থেকে সাধারণ জনতা সবাইকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এ দলটির লক্ষ বলে জানান ড. ছরোয়ার।
সংবাদ সম্মেলনে জিপিপি’র পক্ষ থেকে ৯ দফা প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হলো- মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন ও পাবলিক পরীক্ষায় উত্তীর্ণদের চাকরির নিশ্চয়তা, আইনের শাসন নিশ্চিত করা, প্রতিটি ইউনিয় ও সিটি করপোরেশনের ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা।
এ সময় উপস্থিত ছিলেন জিপিপি’র সাধারণ সম্পাদক নাজনীন জাহান, সিনিয়র সহসভাপতি ফরিদ হোসেন, আবু নায়েম মো. রাফি প্রমুখ।