অাওয়ার ইসলাম : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায়বসছে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন।এটি হচ্ছে চলতি বছরের শেষ অধিবেশন।
এর আগে বিকাল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ বৈঠকেও সভাপতিত্ব করেন। এতে অধিবেশনের সময়সীমা নির্ধারণ হয়।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন ডাকা হয়েছে।
আজ শুরু হতে যাওয়া অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়াও সদ্য সমাপ্ত সিপিএ সম্মেলন সফলভাবে করা নিয়েও আলোচনা হবে।
গত অধিবেশন সংক্ষিপ্ত হলেও রোহিঙ্গা সংকট এবং সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ওই দুটি ইস্যুতে সাধারণ আলোচনাও হয়েছে।