আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দেশের ৩১তম এ সেনানিবাস নির্মিত হবে হবে বরিশাল ও পটুয়াখালী জেলার পায়রা নদীর কাছে লেবুখালীতে।
এ জন্য 'শেখ হাসিনা সেনানিবাস বরিশাল' শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৬৯৯ কোটি টাকা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হচ্ছে এ প্রকল্প। ইতিমধ্যে একনেকের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
জানা যায়, উপকূলীয় অঞ্চলের প্রতিরক্ষা আরও সুদৃঢ় করা এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তার জন্য এ সেনানিবাস নির্মিত হবে।
অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করবে ঢাকা সেনানিবাস।