আওয়ার ইসলাম : সন্ত্রাসী সন্দেহে তুরস্কের পুলিশ অন্তত ১০১ ব্যক্তিকে আটক করেছে। রাজধানী আংকারা থেকে এসব বক্তিকে আটক করা হয়।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনদোলু এর বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ২৫৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সে অনুযায়ী ২৫০টি স্থানে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ১০১ জনকে আটক করতে সক্ষম হয়। তবে এ অভিযান সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায় নি।
তুরস্ক দাবি করে থাকে, গত কয়েক বছরে তারা সন্দেহভাজন প্রায় পাঁচ হাজার দায়েশ সন্ত্রাসীকে আটক করেছে এবং বিশ্বের ৯৫টি দেশের নাগরিক হিসেবে তিন হাজার ২৯০ জনকে ফেরত পাঠিয়েছে।
মনে করা হচ্ছে- সিরিয়ায় উগ্র এ গোষ্ঠী যখন ভয়াবহ বর্বরতা চালিয়েছে তখন তুরস্কে যে সমর্থন দিয়েছিল তারই পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এসব সন্ত্রাসী তুরস্কে রয়ে গেছে।
অক্টোবর মাসের শেষ দিকে কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম জানিয়েছিলেন- আমেরিকা, কাতার, সৌদি আরব ও তুরস্কের সমন্বিত সমর্থন নিয়ে দায়েশে সিরিয়ায় তৎপরতা চালিয়েছে।
আরএম