হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম
ভারত পাকিস্তানসহ পৃথীবিব্যাপী কবি সাহিত্যিকরা ইসলামিক দার্শনিক কবি আল্লামা ইকবালের জন্ম দিবস উপলক্ষ্যে ৯ নভেম্বরকে ‘উর্দু দিবস’ হিসেবে পালন করে থাকে৷
সবচে’ বেশি ধুমধামে উর্দু দিবস পালিত হয়ে আসছিলো পাকিস্তানে৷ কেননা, স্বাধীন পাকিস্তানের ধারণা তিনিই দিয়েছিলেন৷ আর উর্দু পাকিস্তানের সরকারি ভাষা৷
পাকিস্তানে প্রতিবছরই ইকবাল দিবস উপলক্ষ্যে ৯ নভেম্বর সরকারি ছুটি থাকে৷ কিন্তু এ বছর ওই ছুটি বাতিল করা হয়৷
দ্য ডেইলি পাকিস্তান উল্লেখ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আহসান ইকবাল এই দিনের ছুটি বাতিল ঘোষণা করেন৷এই ঘোষণায়, উর্দুপ্রেমী ও ইকবাল ভক্তদের মাঝে অসন্তোষ বিরাজ করছে৷
এদিকে, ছুটি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এর তীব্র নিন্দা জানিয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোচিত হয়েছে।
এর আগে তিন বছর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নেছার আলী খান ইকবাল দিবসের ছুটি বাতিল করেছিলেন৷ পরে আবার চালু হয়েছিলো৷ ভারতেও প্রতি বছর ইকবাল দিবস পালন করা হয়৷ তবে এখানো সরকারি ছুটি হয় না৷
সূত্র -দ্য ডেইলি পাকিস্তান-আরএম