আওয়ার ইসলাম: সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদের নিহত হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ দাবি করেন।
আবদুল আজিজ বিন ফাহাদ আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের স্বাধিকারের পক্ষে সোচ্চার ছিলেন। গতকাল টুইটারে ‘ডেথ অব প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ’ হ্যাশট্যাগে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। এখান থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও নিউজটি ছড়ায়।
তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স আবদুল আজিজের নিহত হওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রচারিত গুজবের কোনো সত্যতা নেই। তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন।
প্রিন্স আবদুল আজিজ সাবেক সৌদি বাদশাহ ফাহাদের কনিষ্ঠ পুত্র।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রিন্স মনসুর বিন মুকরিন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর প্রিন্স আবদুল আজিজের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল।
সূত্র: কুদরত অনলাইন