নিহার মামদুহ
প্রতিবেদক
পাকিস্তানের প্রতি ভারতের বরাবরের অভিযোগ পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতাকামীদের সহযোগিতা করে আসছে। পাকিস্তানও বলে আসছে কাশ্মীরের নির্যাতিত মানুষের পাশে তারা আছে। অথচ এখন স্বয়ং পাক প্রধানমন্ত্রী বললেন, স্বাধীন কাশ্মীর বাস্তবে সম্ভব নয়।
স্বাধীন কাশ্মীর’ বাস্তবে সম্ভব নয়। শুনতে আশ্চর্য লাগলেও এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খোকান আব্বাসি।
লন্ডন স্কুল অব ইকোনমিক্সেরএক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহিদ খোকন আব্বাসি বলেন, ‘স্বাধীন কাশ্মীরের কথা প্রায়ই বলা হয়। কিন্তু এর কোনও বাস্তব ভিত্তি নেই।’
খোকান বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারত-পাক সম্পর্ক একমাত্র আলোচনার মাধ্যমেই ভালো হতে পারে। ‘
এই মন্তব্যের পর পাক-প্রধানমন্ত্রী তুমুল সমালোচনার মুখে পড়েছেন। দেশে ও দেশের বাইরে তার সমালোচনা করে বলা হচ্ছে বিষয়টি যদি তাই হয়, তাহলে এতো দিন কেনো পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতার কথা বলে আসলো।
সূত্র : ফার্স্ট পোস্ট ডটকম