আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ করেছে সৌদি আরব। লেবাননের শিয়া সশস্ত্র গ্রুগ হিজবুল্লাহ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এ যুদ্ধের সূচনা করেছে।
সৌদি আরবের উপসাগরীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী থামার আস সাবহান আল আরাবিয়া টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি বলেন, লেবানন সরকার সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।
সাবহান বলেন, সৌদি সমর্থিত লেবাননি রাজনৈতিক সাদ হারিরি তাদের এ তথ্য প্রদান করেছেন।
গত শনিবার সাদ হারিরি ইরানের চাপে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তিনি ইরানের পক্ষ থেকে জীবনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেন।
সৌদি আরবের এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকট আরও গভীর হলো। ইরান ও সৌদি আরবের সংকট নতুন তাপমাত্রায়ে পৌছালো। যা ইতিমধ্যে সিরিয়া, ইরাক, বাহরাইন ও ইয়ামেনে ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয় নি লেবানন সরকার।
সূত্র : ডেইলি সাবাহ ও মিডল ইস্ট মনিটর