আওয়ার ইসলাম: সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়।
গত শনিবার রাতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করে দেওয়ার কথা জানায় সৌদি সশস্ত্র বাহিনী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই ধরনের নিন্দনীয় হামলা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের জনগণের সুরক্ষা ও নিরাপত্তার প্রতি হুমকি। দুই পবিত্র মসজিদের ভূমি সৌদি এবং তাদের জনগণের পাশে থাকতে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্তও করা হয় বিবৃতিতে।