আওয়ার ইসলাম : রোহিঙ্গা সংকট নিরসনের জোর দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বেশকিছু প্রস্তাবসহ এক বিবৃতিতে এ আহবান জানিয়েছে।
এবারের প্রস্তাবে চীনের সম্মতি আদায় করা সম্ভব হয়েছে।
গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হয়েছে।
একইসাথে আগাস্ট মাসে নতুন করে সহিংসতার ফলে ছয়লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়ায় তীব্র সমালোচনা করা হয়েছে।
তবে মিয়ানমারকে নানা বিষয়ে সমর্থন দিয়ে আসা চীন কোনও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভেটো প্রদানের অবস্থানে অটল রয়েছে।
রোহিঙ্গা সংকটের সমাধানে এছাড়া জাতিসংঘের কর্মকাণ্ডে মিয়ানমারের সহায়তা চাওয়া হয়েছে।
কাউন্সিলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিয় গুটেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে, একজন বিশেষ উপদেষ্টা নিয়োগের জন্য, যিনি আগামী ৩০ দিনের মধ্যে মহাসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন ।
জাতিসংঘে ব্রিটেনের ডেপুটি অ্যাম্বাসেডর জোনাথন অ্যালেন বলেছেন , মিয়ানমার এখন কি ধরেনের কি রকম প্রতিক্রিয়া দেখায় সেটাই তারা পর্যবেক্ষণ করবেন ।
এদিকে মিয়ানমারে নির্যাতন হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবের দাবি তুলেছে মানবাধিকার গ্রুপগুলো।