আওয়ার ইসলাম : যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জইশ প্রধান মাসুদ আজহারের ভাতিজাসহ তিন জন নিহত হয়েছে। বন্দুকযুদ্ধে এক সেনা জওয়ানের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় গনমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় অভিযান চালায় ভারতীয় সেনার ৪৪ রাইফেলস, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী।
পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার কান্দি আগলার গ্রামে তল্লাশি শুরু করা হয়। এর পর ওই জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলা হয়। যৌথবাহিনীকে লক্ষ্য করে জঈশ প্রধান তালহাসহ বেশ কয়েকজন বিদ্রোহী গুলি চালায় সেই সংঘর্ষে নিহত হয় জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাতিজা আবু তালহা।
আবু তালহার আরও দুই সঙ্গী মেহমুদ ভাই ও ওয়াসিম আহমেদ গনাইও বন্দুকযুদ্ধে নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
আরএম