আওয়ার ইসলাম: কাতালোনিয়ার স্বাধীনতার নায়ক কার্লোস পুজেমনকে মুক্তি দিয়েছে বেলজিয়ামের আদালত। তবে শর্ত হিসেবে ১৫ দিনে একবার আদালতে হাজিরা দিতে হবে তাকে।
সোমবার (৬ নভেম্বর) সকালে বেলজিয়ামের একটি আদালত তাকেসহ তার সরকারের চার মন্ত্রীকে মুক্তি দেয়।
এরা হলেন- কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, সংস্কৃতিমন্ত্রী লুইজ পুইজ এবং শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি।
সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে রবিবার (০৫ নভেম্বর) সকালে বেলজিয়ামের ফেডারেল পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তারা। সে সময় তাদের সঙ্গে তাদের আইনজীবীরাও ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, স্পেন পুজদেমনের নামে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করলে আত্মসমর্পন করেন তিনি। এরপর ১৫ দিনে একবার আদালতে হাজিরা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়। বেলজিয়াম ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে বেলজিয়ামের আদালত।